Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Nithur Monohor (নিঠুর মনোহর) Lyrics - Ishaan Mozumder

Collection Ishaan Mozumder

Nithur Monohor (নিঠুর মনোহর) Lyrics

 Sayandweep   275


Nithur Monohor (নিঠুর মনোহর) lyrics (Primary language)

আমার বন্ধু চিকন কালিয়া 

দেইখো আসিয়া,

আমার বন্ধু চিকন কালিয়া 

দেইখো আসিয়া,

আমি কেমন আছি পরের ঘরে

তোমারে পাশরিয়া, কেমন আছি,

আমি কেমন আছি পরের ঘরে

তোমারে পাশরিয়া,

দেইখো আসিয়া,

আমার বন্ধু চিকন কালিয়া 

দেইখো আসিয়া। 

 

যদি দেখার ইচ্ছা হয় 

তোমার নিঠুর মনে লয়,

কালিন্দীর ঘাটে আইসো দুপুরের সময়। 

 

যদি দেখার ইচ্ছা হয় 

তোমার নিঠুর মনে লয়,

কালিন্দীর ঘাটে আইসো দুপুরের সময়। 

আমি জল ভরিবার ছল করিয়া

দেখব নয়ন ভরিয়া, জল ভরিবার,

আমি জল ভরিবার ছল করিয়া

দেখব নয়ন ভরিয়া,

দেইখো আসিয়া,

আমার বন্ধু চিকন কালিয়া 

দেইখো আসিয়া। 

 

আমার নিঠুর মনোহর

যদি পাই তোমার লাগর,

খুলিয়া কইতাম তোমারে পরানের খবর। 

 

আ রে,

আমার নিঠুর মনোহর

যদি পাই তোমার লাগর,

খুলিয়া কইতাম তোমারে পরানের খবর। 

আমি প্রেমফাঁসি লইয়া গলে

যাইগো যদি মরিয়া, প্রেমফাঁসি,

আমি প্রেমফাঁসি লইয়া গলে

যাইগো যদি মরিয়া,

দেইখো আসিয়া,

আমার বন্ধু চিকন কালিয়া 

দেইখো আসিয়া। 

 

আমার বন্ধু চিকন কালিয়া 

দেইখো আসিয়া,

আমি কেমন আছি পরের ঘরে

তোমারে পাশরিয়া, কেমন আছি,

আমি কেমন আছি পরের ঘরে

তোমারে পাশরিয়া,

দেইখো আসিয়া,

আমার বন্ধু চিকন কালিয়া 

দেইখো আসিয়া,

আমার বন্ধু চিকন কালিয়া 

দেইখো আসিয়া। 

Nithur Monohor (নিঠুর মনোহর) lyrics in English

Amar bondhu chikon kaliya

Deikho ashiya

Ami kemon achi porer ghore

Tomare pashoriya

Deikho ashiya

Jodi dekhar iccha hoy

Tomar nithur mone loy

Kalindir ghate aisho dupurer somoy

Ami jol bhoribar chol koriya

Dekhbo noyon bhoriya

Deikho asiya

Amar bondhu chikan kaliya

Deikho ashiya

Amar nithur monohor

Jodi pai tomar lagor

Khuliya koitam tomare poraner khobor

Ami premfashi loiya gole

Jaigo jodi moriya

Deikho ashiya

Amar bandhu chikon k

aliya

Deikho ashiya