সকাল তোমায় দেবে আলো
পাটভাঙা রোদ্রের স্নান,
দুপুর তোমায় দিলো আদর
আমাদের ছোট নদী গান।
বিকেল তোমার কথামালা
খেলনা বাটির খোলা ছাদ,
রাত্রি দেখেছে বোবা চোখে
পূর্ণিমা চৈত্রের চাঁদ।
চলে গেছে গেছে যেদিন
মধুমাসের ছদ্মবেশ,
তোমারও হাত দুহাত জুড়ে
ফুল ছোড়ার বদ অভ্যেস,
খেলা কি শেষ, নাকি বেলাশুরু
খেলা কি শেষ, নাকি বেলাশুরু
খেলা কি শেষ, নাকি বেলাশুরু
খেলা কি শেষ, নাকি বেলাশুরু।
গোধূলি তোমায় দিলো স্মৃতি
হারিয়ে ফেলার শৈশব,
সন্ধ্যে তোমাকে দিলো সাহস
দেখো তুমি পেরে যাবে সব।
আকাশ তোমাকে দিক উড়াল
ডানা মেলা একা ঈশ্বর,
একটু জিরিয়ে নাও তুমি
জীবন ফিরিয়ে দেবে ঘর।
চলে গেছে গেছে যেদিন
মধুমাসের ছদ্মবেশ,
তোমারও হাত দুহাত জুড়ে
ফুল ছোড়ার বদ অভ্যেস,
খেলা কি শেষ, নাকি বেলাশুরু
খেলা কি শেষ, নাকি বেলাশুরু
খেলা কি শেষ, নাকি বেলাশুরু
খেলা কি শেষ, নাকি বেলাশুরু।