Collection Sahana Bajpaie
Ogo Shono Ke Bajay Lyrics (ওগো শোনো কে বাজায়) Rabindra Sangeet Lyrics
Lyrics Forest 747
Ogo Shono Ke Bajay Lyrics (ওগো শোনো কে বাজায়) Rabindra Sangeet lyrics (Primary language)
ওগো শোনো কে বাজায়
ওগো শোনো কে বাজায়,
বনফুলের মালার গন্ধ
বাঁশির তানে মিশে যায়,
বনফুলের মালার গন্ধ
বাঁশির তানে মিশে যায়।
ওগো শোনো কে বাজায়
ওগো শোনো কে বাজায়।।
অধর ছুঁয়ে বাঁশিখানি
চুরি করে হাসিখানি,
অধর ছুঁয়ে বাঁশিখানি
চুরি করে হাসিখানি,
বধুর হাসি মধুর গানে
প্রাণের পানে ভেসে যায়,
বধুর হাসি মধুর গানে
প্রাণের পানে ভেসে যায়।
ওগো শোনো কে বাজায়
ওগো শোনো কে বাজায়।।
কুঞ্জবনের ভ্রমর বুঝি
বাঁশির মাঝে গুঞ্জরে,
বকুলগুলি আকুল হয়ে
বাঁশির গানে মুঞ্জরে।
যমুনারই কলতান
কানে আসে, কাঁদে প্রাণ,
যমুনারই কলতান
কানে আসে, কাঁদে প্রাণ,
আকাশে ওই মধুর বিধু
কাহার পানে হেসে চায়,
আকাশে ওই মধুর বিধু
কাহার পানে হেসে চায়।
ওগো শোনো কে বাজায়
ওগো শোনো কে বাজায়,
বনফুলের মালার গন্ধ
বাঁশির তানে মিশে যায়,
বনফুলের মালার গন্ধ
বাঁশির তানে মিশে যায়।
ওগো শোনো কে বাজায়
ওগো শোনো কে বাজায়।।
Ogo Shono Ke Bajay Lyrics (ওগো শোনো কে বাজায়) Rabindra Sangeet lyrics in English
Ogo shono ke bajay
Bonofuler malar gondho
Banshir taaney mishe jaay
Odhor chuye banshi khani
CHuri kore hasi khani
Bodhur haasi modhur gaane
Praaner paane bhese jaay
Ogo shono ke bajay
Kunjoboner bhromor bujhi
Banshir majhe gunjore
Bokul guli aakul hoye
Banshir gaane munjore
Jomunari kolotaan
Kaane ashe kande praan
Akshe oi modhur bidhu
Kahar paane hese chaay
Ogo sono ke bajay