Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Oi Mahasindhur Opar Theke Lyrics (ওই মহাসিন্ধুর ওপার থেকে) Manna Dey Lyrics - Manna Dey

Collection Manna Dey

Oi Mahasindhur Opar Theke Lyrics (ওই মহাসিন্ধুর ওপার থেকে) Manna Dey Lyrics

 Lyrics Forest   922


Oi Mahasindhur Opar Theke Lyrics (ওই মহাসিন্ধুর ওপার থেকে) Manna Dey lyrics (Primary language)

ওই মহাসিন্ধুর ওপার থেকে 

কি সঙ্গীত ভেসে আসে,

ওই মহাসিন্ধুর ওপার থেকে 

কি সঙ্গীত ভেসে আসে,

কে ডাকে কাতর প্রাণে, মধুর তানে

আয় চলে আয়,

ওরে আয় চলে আয় আমার পাশে,

মহা সিন্ধুর ওপার থেকে

কি সঙ্গীত ভেসে আসে।

 

বলে আয়রে ছুটে, আয়রে ত্বরা

হেথা নাইকো মৃত্যু, নাইকো জরা,

বলে আয়রে ছুটে, আয়রে ত্বরা

হেথা নাইকো মৃত্যু, নাইকো জরা,

হেথা বাতাস গীতি-গন্ধভরা

চির স্নিগ্ধ মধুমাসে,

হেথা চির-শ্যামল বসুন্ধরা

চির- জ্যোৎস্না নীল আকাশে। 

মহা সিন্ধুর ওপার থেকে

কি সঙ্গীত ভেসে আসে।।

কেন ভুতের বোঝা বহিস পিছে

ভুতের বেগার খেটে মরিস মিছে,

দেখ ঐ সুধাসিন্ধু উচ্ছলিছে

পূর্ণ ইন্দু পরকাশে,

ভুতের বোঝা ফেলে

ঘরের ছেলে আয় চলে আয় আমার পাশে,

মহা সিন্ধুর ওপার থেকে

কি সঙ্গীত ভেসে আসে।। 

 

কেন কারা গ্রিহে আছিস বন্ধ

ওরে ওরে মূঢ়, ওরে অন্ধ,

কেন কারা গ্রিহে আছিস বন্ধ

ওরে ওরে মূঢ়, ওরে অন্ধ,

ভবে সেই সে পরমানন্দ

যে আমারে ভালবাসে,

কেন ঘরের ছেলে পরের কাছে 

পড়ে আছিস পরবাসে,

মহাসিন্ধুর ওপার থেকে

কি সঙ্গীত ভেসে আসে,

ঐ মহাসিন্ধুর ওপার থেকে।। 

Oi Mahasindhur Opar Theke Lyrics (ওই মহাসিন্ধুর ওপার থেকে) Manna Dey lyrics in English

Oi mohasindhur opar theke

Ki sangeet bhese ashe

Ke daake kator praane modhur taane

Aay chole aay

Ore aay chole aay amar pashe

Oi mohasindhur opar theke

Ki sangit bhese ashe

 

Bole aayre chutey aayre twora

Heytha naiko mrittyu naiko jora

Hetha batas giti gondhobhora

Chiro snigdho modhumase

Heytha chiro shyamal basundhora

Chiro joshna neel akashe

 

Keno bhuter bojha bohis pichey

Bhuter begar khete moris miche

Dekh oi sudha sindhu uchcholiche

Purno indu porokashe

Bhuter bojha fele

Ghorer chele aay chole aay amar pashe