এমন স্বপ্ন কখনও দেখিনি আমি
মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি,
এমন স্বপ্ন কখনও দেখিনি আমি
মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি।
অস্ত সূর্য আকাশে এঁকেছে ছবি
কোন প্রেরণায় মন হয়ে গেছে কবি।
অস্ত সূর্য আকাশে এঁকেছে ছবি
কোন প্রেরণায় মন হয়ে গেছে কবি,
মুগ্ধ দুচোখ স্তব্ধ হৃদয়
সময়ও তো গেছে থামি।
এমন স্বপ্ন কখনও দেখিনি আমি
মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি।
তাজমহলের শুভ্র পাষাণে দু ফোঁটা অশ্রু কার
একটি যেন গো শ্বেতকমল পাপড়ি মেলেছে তার,
তাজমহলের শুভ্র পাষাণে দু ফোঁটা অশ্রু কার
একটি যেন গো শ্বেতকমল পাপড়ি মেলেছে তার।
দুচোখে যে আজ শুধু স্বপ্নেরই তৃষা
চলার এ পথে পেয়েছি নতুন দিশা,
শান্ত নিমেষে মুক্ত জীবন, মুক্তোর চেয়ে দামী।
এমন স্বপ্ন কখনও দেখিনি আমি
মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি,
এমন স্বপ্ন কখনও দেখিনি আমি
মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি।