Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Emon Swapno Kokhono Dekhini (এমন স্বপ্ন কখনো দেখিনী) Lyrics - Haimanti Sukla

Collection Haimanti Sukla

Emon Swapno Kokhono Dekhini (এমন স্বপ্ন কখনো দেখিনী) Lyrics

 Sayandweep   323


Emon Swapno Kokhono Dekhini (এমন স্বপ্ন কখনো দেখিনী) lyrics (Primary language)

এমন স্বপ্ন কখনও দেখিনি আমি

মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি,

এমন স্বপ্ন কখনও দেখিনি আমি

মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। 

 

অস্ত সূর্য আকাশে এঁকেছে ছবি

কোন প্রেরণায় মন হয়ে গেছে কবি। 

অস্ত সূর্য আকাশে এঁকেছে ছবি

কোন প্রেরণায় মন হয়ে গেছে কবি,

মুগ্ধ দুচোখ স্তব্ধ হৃদয় 

সময়ও তো গেছে থামি। 

এমন স্বপ্ন কখনও দেখিনি আমি

মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। 

 

তাজমহলের শুভ্র পাষাণে দু ফোঁটা অশ্রু কার

একটি যেন গো শ্বেতকমল পাপড়ি মেলেছে তার,

তাজমহলের শুভ্র পাষাণে দু ফোঁটা অশ্রু কার

একটি যেন গো শ্বেতকমল পাপড়ি মেলেছে তার। 

 

দুচোখে যে আজ শুধু স্বপ্নেরই তৃষা

চলার এ পথে পেয়েছি নতুন দিশা,

শান্ত নিমেষে মুক্ত জীবন, মুক্তোর চেয়ে দামী। 

এমন স্বপ্ন কখনও দেখিনি আমি

মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি,

এমন স্বপ্ন কখনও দেখিনি আমি

মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। 

Emon Swapno Kokhono Dekhini (এমন স্বপ্ন কখনো দেখিনী) lyrics in English

Emon Swapno Kokhono Dekhini Ami

Matite je aaj swargo eseche nami

Asto surjo akashe ekeche chobi

Kon preronay mon hoye geche kobi

Mugdho duchokh stobdho hridoy

Somoyo toh geche thami

Emon Swapno Kakhono Dekhini Ami

Tajmahaler shubhro pashane dufota ashru kar

Ekti jeno go shwetkomol papri meleche tar

Duchokhe je aaj shudhu shopneri trisha

Cholar e pothe peyechi notun disha

Shanto nimeshe mukto jibon muktor cheye daami

Emon Swapna Kakhono Dekhini Ami

Matite je aj swarg

o eseche nami