Collection Chitra Singh
Ki Dile Amay Tumi Lyrics (কী দিলে আমায় তুমি) Chitra Singh Lyrics
Lyrics Forest 586
Ki Dile Amay Tumi Lyrics (কী দিলে আমায় তুমি) Chitra Singh lyrics (Primary language)
কি দিলে আমায় তুমি
কেন আমার হাসি যে নাই,
কি দিলে আমায় তুমি
রঙিন কথা রাংতা পাতায় মুড়ে,
ভালোবাসা তো নয়,
কি দিলে আমায় তুমি।
বুকের ঠিক এই খানেতে
যেন ব্যাথার বাসা,
কি জানি করলো মাতাল
কিসের এত নেশা।
নেশার ঘোরে দিনের আলো
এখন কালোই মনে হয় -
কি দিলে আমায় তুমি।
ছিলাম আমি আপন মনে
কোনো ক্ষতি করি তো নাই,
তবে কেন এমন করে
পথে বসালো রে আমায়।
জীবনের দোরে আমি
মাথা ঠুকে মরবো নাকি?
উড়ে যাবে খাঁচা ভেঙে
এবার বুঝি প্রাণের পাখি,
কি হবে আমার এখন বলো
আমার কাছে আমি নাই।
কি দিলে আমায় তুমি
কেন আমার হাসি যে নাই,
কি দিলে আমায় তুমি
রঙিন কথা রাংতা পাতায় মুড়ে,
ভালোবাসা তো নয় -
কি দিলে আমায় তুমি
কি দিলে আমায় তুমি
কি দিলে আমায় তুমি
কি দিলে আমায় তুমি।
Ki Dile Amay Tumi Lyrics (কী দিলে আমায় তুমি) Chitra Singh lyrics in English
Ki dile amay tumi
keno amar hasi je nai
Ki dile amay tumi
Rangeen kotha rangta patay mure
Valobasha toh noy
Ki dile amay tumi
Buker thik ei khane te
Jeno beythar basa
Ki jani korlo matal
Kiser eto nesha
Neshar ghore diner aalo
Ekhon kaloi mone hoy
Chilam ami apon mone
Kono khoti kori toh nai
Tobe keno emon kore
Pothe bosalo re amay
Jiboner dore ami
Matha thuke morbo naki
Ure jaabe khacha venge
Ebar bujhi praaner pakhi
Ki hobe amar ekhon bolo
Amar kache ami nai