Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Shagorer Tirey Lyrics (সাগরের তীরে) Lyrics - Minar Rahman

Collection Minar Rahman

Shagorer Tirey Lyrics (সাগরের তীরে) Lyrics

 Lyrics Forest   2189


Shagorer Tirey Lyrics (সাগরের তীরে) lyrics (Primary language)

সাগরের তীর ছুঁয়ে দাঁড়িয়ে

উদাসী প্রহর গুলো জড়িয়ে,

তুমি ঘুরে ঘুরে, আমার হয়ে। 

হয়তো দূরের চেনা আকাশে

রঙ্গীন স্বপ্ন বোনা বাতাসে,

আমায় ডেকেছিলে, খুব নিরবে।


তাই আমি সেথায় হারাই

যেথায় তুমি আমায় ভাসাও,

যেথায় তুমি আমার সাথে মিশে যাবে। 

তাই আমি সেথায় হারাই

যেথায় তুমি আমায় হাসাও,

যেথায় আবার ডানা মেলে উড়ে যাবে।


সাগরের তীর ছুয়ে দাঁড়িয়ে

উদাসী প্রহর গুলো জড়িয়ে,

তুমি দূরে দূরে, আমার হয়ে। 


কত সুর, কত গান, কত কবিতা

আজ সবই ছায়া,

চেনা সেই ঘাশফুল গুলো সব

আজও ছন্ন ছাড়া,

এখানে ওখানে যেখানে শুধু

তোমারই মায়া,

ফিরে যাই বারেবার সেখানে

হয়ে দিশেহারা।

অভিমান মুছে আবার আমায়

ডাকতে পারো,

হৃদয়ের কথাগুলো বলতে পারো,

মিষ্টি কোনো ভোরের উদাসী হাওয়া

আমায় সাথে নিয়ে ভাসতে পারো।


সাগরের তীর ছুয়ে দাঁড়িয়ে

উদাসী প্রহর গুলো জড়িয়ে,

তুমি ঘুরে ঘুরে, আমার হয়ে। 


তাই আমি সেথায় হারাই

যেথায় তুমি আমায় ভাসাও,

যেথায় তুমি আমার সাথে মিশে যাবে। 

তাই আমি সেথায় হারাই

যেথায় তুমি আমায় হাসাও,

যেথায় আবার ডানা মেলে উড়ে যাবে।


Shagorer Tirey Lyrics (সাগরের তীরে) lyrics in English

Shagorer tir chuye dariye

Udashi prohor gulo joriye

Tumi ghure ghure amar hoye

Hoyto durer chena akashe

Rongeen shopno bona batashe

Amay dekechile khub nirobe


Tai ami sethay harai

Jethay tumi amay bhashao

Jethay tumi amar sathe mishe jabe

Tai ami sethay harai

Jethay tumi amay hasao

Jethay abar dana mele ure jabe


Koto sur koto gaan koto kobita

Aaj sobi chaya

Chena sei ghashphul gulo shob

Aajo chonno chara

Ekhane okhane jekhane shudhu

TOmari maya

Phire jai barebar sekhane

Hoye dishehara


Obhiman muche abar amay dakte paro

Hridoyer kotha gulo bolte paro

Misti kono bhorer udashi hawa

Amay sathe niye bhaste paro