আমার মন মানে না
যৌবন জ্বালা সহে না,
আমার মন মানে না
যৌবন জ্বালা সহে না,
বন্ধুয়া নাই কো দেশে
কে আমায় ভালোবাসে,
দিনে থাকি যে আশায়
রাতে যে ঘুম আসেনা,
আমার মন মানে না
যৌবন জ্বালা সহে না।।
ছিলো যে আশা, আমি বাঁধবো যে বাসা
কেন হলো যে এমন,
জলে ভাসে দুই-নয়ন। (x2)
আকাশের লক্ষ তারা
চাঁদের মতো আলো দেয়না,
আমার মন মানে না
যৌবন জ্বালা সহে না।।
সাধের পিরিতি, হইলো যৌবনের ক্ষতি
ফলে ধরিলো পোকা,
বন্ধু এমনি বোকা। (x2)
রেখে গেছে আগুন
ফিরে কিছুই পাইবে না,
আমার মন মানে না,
যৌবন জ্বালা সহে না।।
ফুলেরি মধু, ঝরে পড়িল শুধু
আসেনা বন্ধু রসিয়া,
আমি মরি জ্বলিয়া। (x2)
কয়দিন থাকে জোয়ারের জল
বন্ধু কেন বুঝেনা ?
আমার মন মানে না
যৌবন জ্বালা সহে না।।
ছিলো যে আশা, আমি বাঁধবো যে বাসা
কেন হলো যে এমন,
জলে ভাসে দুই নয়ন। (x2)
আকাশের লক্ষ তারা
চাঁদের মতো আলো দেয় না,
আমার মন মানে না
যৌবন জ্বালা সহে না,
বন্ধুয়া নাই কো দেশে
কে আমায় ভালোবাসে,
দিনে থাকি যে আশায়
রাতে যে ঘুম আসেনা,
আমার মন মানে না
যৌবন জ্বালা সহে না।।