রিমঝিম বৃষ্টি ভেজা খুশির শ্রাবণে
এ বুকে লাগলো জোয়ার সুর লেগেছে মনে,
রিমঝিম বৃষ্টি ভেজা খুশির শ্রাবণে
এ বুকে লাগলো জোয়ার সুর লেগেছে মনে,
আয় বৃষ্টি ঝেঁপে মন উঠেছে মেতে
আজ মেঘেরা গান ধরেছে,
তা-না না-না রে,
আয় বৃষ্টি ঝেঁপে, মন উঠেছে মেতে
আজ মেঘেরা গান ধরেছে,
তা-না না-না রে।
মেঘ তোর সঙ্গে যাবো, নেশা তে প্রাণ জুড়াবো
এলোমেলো স্বপ্নগুলোর সঙ্গী হবে কে,
আয় বৃষ্টি ঝেঁপে, মন উঠেছে মেতে
আজ মেঘেরা গান ধরেছে
তা-না না-না রে..
দমকা হাওয়ায় থমকে গেলো
এ মনেরই রূপকথারা,
আলতো করে মনের কোনে
প্রেম তো নামে দেয় সাড়া।
চোখেরই কাজলে আজ ভেজা চুলে
বেশামাল করেছে আমায়।
ও.. আবেগের আলোয় ভেসে
উড়ে চল মেঘের দেশে,
চারিদিক বৃষ্টি মাটির গন্ধে ভরেছে ..
আয় বৃষ্টি ঝেঁপে, মন উঠেছে মেতে
আজ মেঘেরা গান ধরেছে,
তা-না না-না রে..