Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Nispolok (নিষ্পলক) Lyrics - Arijit Singh

Collection Arijit Singh

Nispolok (নিষ্পলক) Lyrics

 Sayandweep   329


Nispolok (নিষ্পলক) lyrics (Primary language)

তোকে নিয়ে দিন আসে

আবছায়ার পাশে পাশে,

অবাক চোখ, নিষ্পলক

এই মধুমাসে।

দুহাতে আগলে রাখিস

আমার স্বপ্নের আপিস,

লুকোচুরি, জল ঘুড়ি

মেঘ আকাশে।

 

ছুঁয়ে থাকি, মিশে থাকি,

পরস্পরের কবিতায়,

ক্লান্তিহীন, প্রতিদিন,

এই জীবন বয়ে যায়।

 

আ আ-আ-আ ..

 

যদি তারে নাই চিনি গো সে কি

সে কি আমায় নেবে চিনে,

সে কি আমায় নেবে চিনে,

এই নব ফাল্গুনের দিনে,

জানিনে, জানিনে,

যদি তারে নাই চিনি গো সে কি।

 

থাক সে আলাপ

তোর দুখে সুখে,

থাক ছুঁয়ে থাক

ওই হাতঘড়ি-টা কে।

রং সে বরং

হোক সাদামাটা,

মাঠ ফাটা রোদ

আর চুমুর কবিতা-টা।

 

মাঝে মাঝে বুক কাঁপে

ভাঙাচোরা সংলাপে,

বাঁধ ভাঙা ইশারায়,

মন ছোটে খালি পায়।

 

আ আ-আ-আ..

 

যদি তারে নাই চিনি গো সে কি

যদি তারে নাই চিনি গো সে কি।।

Nispolok (নিষ্পলক) lyrics in English

Toke niye din ashe

Aabchayar pashe pashe

Obak chokh nispolok ei modhumashe

Duhaate aagle rakhis

Amar shopner apis

Lukochuri jol ghuri megh akashe

Chuye thaki mishe thaki

Porosporer kobitay

Klantiheen protidin

Ei jibon boye jaay

Thak se aalap

Tor dukhe sukhe

Thak chuye thak

Oi haatghori ta ke

Rong se borong

Hok sadamata

Math fata rod

Aar chumur kobitata

Majhe majhe buk kaape

Vangachora songlape

Bandh vanga isharay

Mon chotey khali paay