যাবার বেলায় চোখে জলের খেলা
যেন ফিরে দেখি তোমার মুখে হাসি,
আসবো ফিরে আজ আসি
আসবো ফিরে আজ আসি।
যাবো কোথায় আবার ফিরবো ঘরে
এ জনম আমার এই মাটি ঘিরে,
আসব ফিরে স্বাধীন হয়ে..
খোলা মাঠের গান হবো,
স্বাধীন দেশের এক ঠিকানায়
স্বাধীন বাগান হবো।
যাবার বেলায় চোখে জলের খেলা
যেন ফিরে দেখি তোমার মুখে হাসি,
আসবো ফিরে আজ আসি
আসবো ফিরে আজ আসি।
মায়ের ডাকে সাড়া না দিয়ে কি পারি?
থেকে গেলে পায়ের ছাপ, ফিরবো বাড়ি,
ফিরবো কারোর সোহাগ হয়ে ..
কারোর মাথার ছাদ হবো,
এবার শুধু শহীদি’তে ভাই-বোনেদের কাঁধ হবো।
সাজে মেলা, এজে আবেগ খেলা
কে বাজাও রাগ দেশবাসী,
আসবো ফিরে আজ আসি
আসবো ফিরে আজ আসি,
আসব ফিরে আজ আসি..
বন্দে মাতরম, বন্দে মাতরম
বন্দে বন্দে মাতরম ..