Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Agunkheko (আগুনখেকো) Lyrics - Rupam Islam

Collection Rupam Islam

Agunkheko (আগুনখেকো) Lyrics

 Sayandweep   228


Agunkheko (আগুনখেকো) lyrics (Primary language)

ধূসর দিনযাপন,

রোজ রাতে জালমাতের অন্ধকার,

নিজের তাগিদেই

ঘর ছেড়ে বেরোলাম আবার।

বেরঙিন দিনযাপন,

রোজ রাতে জালমাতের অন্ধকার,

নিজের তাগিদেই

ঘর ছেড়ে বেরোলাম আবার।

 

আমি রাজি ফের ঝুঁকি নিতে হলে নেবো তা

দেখি কে থামায়, কোন মানুষ না দেবতা?

আমি রাজি ফের ঝুঁকি নিতে হলে নেবো তা

দেখি কে থামায়, কোন মানুষ না দেবতা?

পিছু ডাকে, সাড়া দেবো না

থামবো না আর এগিয়ে যাবো,

পায়ে ধুলো হোক সব বিপদ।

যুদ্ধেই ঠিক শান্তি পাবো

নিয়েছিলাম সেই শপথ,

হয়ে আগুনখেকো দেখো,

এ জীবন আসছি ফেরত..

 

ঘর ভেসে যায় যাক

আমায় এই দান খেলতেই হবে,

দাঁড়িপাল্লাতে

ন্যায়ের হিসেব মিলতেই হবে।

ঘর ভেসে যায় যাক

আমায় এই দান খেলতেই হবে,

দাঁড়িপাল্লাতে

ন্যায়ের হিসেব মিলতেই হবে।

 

আমি রাজি ফের ঝুঁকি নিতে হলে নেবো তা

দেখি কে থামায়, কোন মানুষ না দেবতা?

আমি রাজি ফের ঝুঁকি নিতে হলে নেবো তা

দেখি কে থামায়, কোন মানুষ না দেবতা?

পিছু ডাকে, সাড়া দেবো না

থামবো না আর এগিয়ে যাবো,

পায়ে ধুলো হোক সব বিপদ।

যুদ্ধেই ঠিক শান্তি পাবো

নিয়েছিলাম সেই শপথ,

হয়ে আগুন খেকো দেখো,

এ জীবন আসছি ফেরত..

আসছি ফেরত, আসছি ফেরত

আসছি ফেরত, আসছি ফেরত।

Agunkheko (আগুনখেকো) lyrics in English

Dhusor dinjapon

Rooj raate jaalmater ondhokar

Nijer tagidei

Ghor chere berolam abar

Berongeen dinjapon

Rooj raate jaalmater ondhokar

Nijer tagidei

Ghor chere berolam abar

Ami raaji fer jhuki nite hole nebo taa

Dekhi ke thamay kono manush na debota

Pichu daake sara debo na

Thambo na aar agiye jabo

Paaye dhulo hok sob bipod

Juddhei thik shanti pabo

Niyechilam sei shopoth

Hoye Agunkheko dekho

E jibon aschi ferot

Ghor bhese jaay jaak

Amay ei daan kheltei hobe

Daripallate

Nayer hiseb miltei hobe