বেদনার নদীতে জল থাকে
তল থাকে না,
দুচোখের শ্রাবনে ঢল নামে
মেঘ ডাকে না।
আমার চোখের হ্রদে আছে শুধু জল
বোবা কষ্ট ঝরায় চোখে অশ্রু অবিরল,
আমার চোখের হ্রদে আছে শুধু জল
বোবা কষ্ট ঝরায় চোখে অশ্রু অবিরল।
বেদনার নদীতে জল থাকে
তল থাকে না,
দুচোখের শ্রাবনে ঢল নামে
মেঘ ডাকে না।।
কষ্টের নীলে ছাওয়া হৃদয়ের আকাশ
শিরা থেকে ধমনীতে যন্ত্রণার আবাস,
কষ্টের নীলে ছাওয়া হৃদয়ের আকাশ
শিরা থেকে ধমনীতে যন্ত্রণার আবাস,
মনের মানুষ করে গেছে মিথ্যে প্রেমের ছল
বোবা কষ্ট ঝরায় চোখে অশ্রু অবিরল,
মনের মানুষ করে গেছে মিথ্যে প্রেমের ছল
বোবা কষ্ট ঝরায় চোখে অশ্রু অবিরল।
বেদনার নদীতে জল থাকে
তল থাকে না,
দুচোখের শ্রাবনে ঢল নামে
মেঘ ডাকে না।।
দুচোখে বিদ্রোহী পদ্মা, অন্তরে সাগর
ভালোবাসার মানুষ আমার
ভেঙেছে অন্তর,
দুচোখে বিদ্রোহী পদ্মা, অন্তরে সাগর
ভালোবাসার মানুষ আমার
ভেঙেছে অন্তর,
ছলনার দাগ ছুঁয়ে গেছে হৃদয়ের অতল
বোবা কষ্ট ঝরায় চোখে অশ্রু অবিরল,
ছলনার দাগ ছুঁয়ে গেছে হৃদয়ের অতল
বোবা কষ্ট ঝরায় চোখে অশ্রু অবিরল।
বেদনার নদীতে জল থাকে
তল থাকে না,
দুচোখের শ্রাবনে ঢল নামে
মেঘ ডাকে না।।