Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Ki Mayay Lyrics (কি মায়ায়) Lyrics - Shreya Ghoshal

Collection Shreya Ghoshal

Ki Mayay Lyrics (কি মায়ায়) Lyrics

 Lyrics Forest   2592


Ki Mayay Lyrics (কি মায়ায়) lyrics (Primary language)

কি মায়ায় বেঁধেছো আমায়,

পিয়া গো,

কি মায়ায়, বেঁধেছো আমায়,

বুকে ধরে রাখো আরও কাছে থাকো

বুকে ধরে রাখো আরও কাছে থাকো,

ভালোবেসে ফেলেছি তোমায়, 

ওগো পিয়া,

কি মায়ায় বেঁধেছো আমায়, 

পিয়া গো,

কি মায়ায় বেঁধেছো আমায়। 


সানাই এর সুর বাজে ..

সানাই এর সুর বাজে

মন নেই কোনো কাজে,

পান পাতা দিয়ে ঢেকে রেখেছি হৃদয়

কি মায়ায় বেঁধেছো আমায়, 

পিয়া গো,

কি মায়ায় বেঁধেছো আমায়।

ফুলের মালায় গেঁথে রাখবো এ শুভক্ষণ 

স্মৃতি টুকু দিয়ে সারা জীবন সাজাবো,

ফুলের মালায় গেঁথে রাখবো এ শুভক্ষণ 

স্মৃতি টুকু দিয়ে সারা জীবন সাজাবো,

এমন মধুর রাতে.. আ আ..

এমন মধুর রাতে 

হাত খানি রাখো হাতে,

সাতপাকে বাঁধা পড়ে গেছি চিরকাল।

কি মায়ায় বেঁধেছো আমায়, 

পিয়া গো,

কি মায়ায় বেঁধেছো আমায়।


বুকে ধরে রাখো, আরও কাছে থাকো

বুকে ধরে রাখো, আরও কাছে থাকো,

ভালোবেসে ফেলেছি তোমায়, 

ওগো পিয়া,

কি মায়ায় বেঁধেছো আমায়, 

পিয়া গো,

কি মায়ায় বেঁধেছো আমায়। 

কি মায়ায় বেঁধেছো আমায়, 

পিয়া গো,

কি মায়ায় বেঁধেছো আমায়। 

Ki Mayay Lyrics (কি মায়ায়) lyrics in English

Ki mayay bedhecho amay piya go

Ki mayay bendhecho amay

Buke dhore rakho aaro kachhe thako

Valobeshe felechhi tomay ogo piya

Ki mayay bendecho amay


Sanai er sur baaje

mon nei kono kaaje

Paan pata diye dheke 

rekhechi hridoy

Ki mayay bedhecho amay piya go

Ki mayai bedhecho amay