Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Shilalipi Bhalobasha Lyrics (শিলালিপি ভালোবাসা) Lyrics - Anupam Roy

Collection Anupam Roy

Shilalipi Bhalobasha Lyrics (শিলালিপি ভালোবাসা) Lyrics

 Lyrics Forest   1055


Shilalipi Bhalobasha Lyrics (শিলালিপি ভালোবাসা) lyrics (Primary language)

আমি হারালে, কিছু আগামী

তোরই কাছে সেই আবার খুঁজতে যাই,

কুড়িয়ে পেলে, কিছু যা দামি

তোরই কাছে জমিয়ে ঠিক রাখছি তাই।


এই ভাঙা কথা, ঝরা কথা

পাবে কি জানতে তোকে,

তোর ভিজে ঠোঁটে, চুপ হোঁচটে

আলেয়া নিভছে চোখে ..

বেপরোয়া, ক্যারাভানে

বালিয়াড়ি ভেঙে আসা,

ভবঘুরে, চলাচলে

শিলালিপি ভালোবাসা। 


সন্ধ্যের-ই গন্ধেরা,

শুধু তোর কথা যাচ্ছে বলে,

হুম.. বৃষ্টিতে নীল ফিতে

তোর চুল থেকে যাচ্ছে খুলে। 


আজ ভিজে ভিজে, নিজে নিজে

পথ কিছু দিশেহারা,

এই ফিকে আলো, লাগছে ভালো

নিভেছে সব পাহারা ..

বেপরোয়া, ক্যারাভানে

বালিয়াড়ি ভেঙে আসা

ভবঘুরে, চলাচলে,

শিলালিপী ভালোবাসা। 


তুই ছুঁলে, মুখ তুলে

খুঁজে নেয় চোখ পথ পালাবার,

তুই ছুঁলে, এ জড়ুলে

কেনো জ্বলে ওঠে জোনাকি আমার। 


এই ভাঙা কথা, ঝরা কথা

পাবে কি জানতে তোকে,

তোর ভিজে ঠোঁটে, চুপ হোঁচটে

আলেয়া নিভছে চোখে ..

বেপরোয়া, ক্যারাভানে

বালিয়াড়ি ভেঙে আসা,

ভবঘুরে, চলাচলে

শিলালিপি ভালোবাসা। 

Shilalipi Bhalobasha Lyrics (শিলালিপি ভালোবাসা) lyrics in English

Ami harale kichu agami

Tori kache sei abar khujte jai

Kuriye pele kichu ja daami

Tori kache jomiye thik rakhchi tai


Ei bhanga kotha, jhora kotha

Pabe ki jante toke

Tor bhije thote, chup hochote

Aaleya niveche chokhe

Beporoya, karavan e

Baliyari bhenge asa

Bhoboghure, cholachole

Shilalipi bhalobasa


Sondheri gondhera

Shudhu tor kotha jachhe bole

Brishtite neel fitey

Tor chul theke jachhe khule


Aaj vije vije, nije nije

Poth kichu dishehara

Ei fikey aalo laagche valo

Niveche sob pahara

Beporoya, karavan e

Baliyari venge asa

Voboghure, cholachole

Shilalipi valobasha