Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Mone Na Rong Lagle Lyrics Holi Song Lyrics - Kishore Kumar and Asha Bhosle

Collection Kishore Kumar and Asha Bhosle

Mone Na Rong Lagle Lyrics Holi Song Lyrics

 LyricsForest   259


Mone Na Rong Lagle Lyrics Holi Song lyrics (Primary language)

নে না রং লাগলে কবে

এ হোলি কেমন হোলি

না লাগলে রং

ফোটে কি আর

যৌবনেরই কলি

এই যৌবনের কলি 

হোলি হোলি হোলি

হোলি হোলি

মনে না রং লাগলে কবে

এ হোলি কেমন হোলি

না লাগলে রং

ফোটে কি আর

যৌবনেরই কলি

এই যৌবনের কলি 

হোলি হোলি হোলি

হোলি হোলি 

 

(সে যদি না আসে ওগো 

কুম কুমে কি হবে 

পিচকারিতে রঙ ভরে আর 

লাভ কি বলো তবে) - ২

ফাগের আবীর ছড়িয়ে এলো

ফাগুয়ার ফাগুন

মনটা কি যে জ্বলে জ্বালায়

রঙের এ আগুন 

কেউ কি জানে মনেপ্রাণে

কিসে জ্বালায় জ্বলি

আমার মনে রং মিশিয়ে

খেলবো রক্ত হোলি

আমি খেলবো রক্ত হোলি 

হোলি হোলি হোলি হোলি হোলি

মনে না রং লাগলে তবে

এ হোলি কেমন হোলি

না লাগলে রং ফোটে কি আর

যৌবনেরই কলি

এই যৌবনের কলি 

হোলি হোলি হোলি

হোলি হোলি 

কেউ কি জানে কিসের খোঁজে

এ চোখ নজর রাখে 

এ বালা কার বলবে যে আজ 

এ মন দেব তাকে 

বালা কার এ বালা কার

হাত বাড়াও এ বালা যার 

 

কেউ কি জানে কিসের খোঁজে

এ চোখ নজর রাখে 

এ বালা কার বলবে যে আজ

এ মন দিবো তাকে 

মনের কথা মনই জানে

কি করে আর বলি

আমার মনের রঙ মিশিয়ে

খেলবো রক্ত হোলি 

কেউ কি জানে মনে প্রাণে

কিসে জ্বালায় জ্বলি

আমার মনে রং মিশিয়ে

খেলবো রক্ত হোলি

আমি খেলবো রক্ত হোলি

হোলি হোলি হোলি হোলি

হোলি হোলি হোলি হোলি

Mone Na Rong Lagle Lyrics Holi Song lyrics in English