Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Taar Churite Je Rekhechi (তার চুরিতে যে রেখেছি) Lyrics - Srikanto Acharya

Collection Srikanto Acharya

Taar Churite Je Rekhechi (তার চুরিতে যে রেখেছি) Lyrics

 Lyrics Forest   7002


Taar Churite Je Rekhechi (তার চুরিতে যে রেখেছি) lyrics (Primary language)
Taar Churite Je Rekhechi (তার চুরিতে যে রেখেছি) lyrics in English

তার চুড়িতে যে রেখেছি মন সোনা করে

তার চুড়িতে যে রেখেছি মন সোনা করে

চুরি তো জানে না সে নিজে বাজে না

সে যে আমারি হৃদয় বাজে রিনি ঝিনি রিনি চুরিরও সুরে

তার চুড়িতে যে রেখেছি মন সোনা করে

যদি সে হাতেরও সহাগে সোনা

প্রেমরও শিশির হয়ে গলে

শিশির হয়েই ভাল বাসব

ও হাত ফুলের মত বলে

রাত নিভে যায় আলোর চেতনায়

তেমনি জাব যে ঝরে

তার চুড়িতে যে রেখেছহি মন সোনা করে

দিনের মুখর চুরি

নিরব রাতেরও শয্যায়

সে হাতে বুকের পরে ছুঁয়েছে

হৃদয় তারি লজ্জায়

পারি যদি হৃদয়ের সঙ্গি হতে

এমনি রাতের ছায়া নীড়ে

তেমন করেই চেয়ে থাকব

তারারা থাকে যেমন তিমিরে

যায় সবই জাক এমন তবু থাক

সোনাতে আলো করে

তার চুড়িতে যে রেখেছি মন সোনা করে

চুরি তো জানে না সে নিজে বাজে না

সে যে আমারি হৃদয় বাজে রিনি ঝিনি রিনি চুরিরও সুরে

তার চুড়িতে যে রেখেছি মন সোনা করে