Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Golemale Golemale Pirit Koro Na Lyrics (পীরিত করো না) Iman Chakraborty Lyrics - Iman Chakraborty

Collection Iman Chakraborty

Golemale Golemale Pirit Koro Na Lyrics (পীরিত করো না) Iman Chakraborty Lyrics

 LyricsForest   590


Golemale Golemale Pirit Koro Na Lyrics (পীরিত করো না) Iman Chakraborty lyrics (Primary language)

ও ভাই পিরিতি কাঁঠালের আঁঠা

ও ভাই পিরিতি কাঁঠালের আঁঠা

সে আঁঠা লাগলে পরে ছাড়ে না,

গোলেমালে গোলেমালে পীরিত কইরো না

গোলেমালে গোলেমালে পীরিত কইরো না।

 

ভাই রে পিরিতি কাঁঠালের আঁঠা,

ও ভাই পিরিতি কাঁঠালের আঁঠা,

সে আঁঠা লাগলে পরে ছাড়ে না,

গোলেমালে গোলেমালে পীরিত কইরো না

গোলেমালে গোলেমালে পীরিত কইরো না।

 

পিরিতির রীতি জানো না

আরে করলে পীরিত হয় বিপরীত,

পরে ঘটবে যন্ত্রনা,

পরে ঘটবে যন্ত্রনা।

যেমন চিটে গুড়ে পিঁপড়ে পড়লে,

ও যেমন চিটে গুড়ে পিঁপড়ে পড়লে,

সে পিঁপড়ে নড়তে চড়তে পারে না,

গোলেমালে গোলেমালে পীরিত কইরো না

গোলেমালে গোলেমালে পীরিত কইরো না।

 

ওরে এক ব্রাহ্মণের ছেলে,

ও সে তো এমনি খিটকেলে,

অরে পীরিত করে ধোপার মেয়ের পা ধুয়ে খেলে,

ও ভাই পা ধুয়ে খেলে।

ওরে এক ব্রাহ্মণের ছেলে,

ও সে তো এমনি খিটকেলে,

ও ভাই পীরিত করে ধোপার মেয়ের পা ধুয়ে খেলে,

ও ভাই পা ধুয়ে খেলে।

 

পিরিতির জাতের বিচার করতে গেলে

পিরিতির জাতের বিচার করতে গেলে

ভাই রে ভাই মিলবে না চাঁদের কনা

মিলবে না চাঁদের কনা।

গোলেমালে গোলেমালে পীরিত কোইরো না

গোলেমালে গোলেমালে পীরিত কোইরো না।

 

পিরিতি জগ ডুমুরের ফুল

পিরিতি আলেকলতার মূল

ভাব না জেনে করলে পিরিতি জীবের পক্ষে ভুল

 

এক পিরিতে শিব-সশল বাসি

আর এক পিরিতে নোদের গোরা নিমাই সন্ন্যাসী

হলো নিমাই সন্ন্যাসী

আবার গীত গোবিন্দ পদ্মাবতী

আবার গীত গোবিন্দ পদ্মাবতী এরাই কেবল কয়জনা

গোলেমালে গোলেমালে পীরিত করো না।

Golemale Golemale Pirit Koro Na Lyrics (পীরিত করো না) Iman Chakraborty lyrics in English