Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Pakhider Smriti Lyrics (পাখিদের স্মৃতি) Lyrics - Iman Chakraborty

Collection Iman Chakraborty

Pakhider Smriti Lyrics (পাখিদের স্মৃতি) Lyrics

 Sayandweep   7511


Pakhider Smriti Lyrics (পাখিদের স্মৃতি) lyrics (Primary language)

পাখিদের স্মৃতি কিছু রীতিনীতি

ফণীমনসা ও জানে,

বাগানের স্মৃতি নজরুল গীতি

বালিকার কানে কানে। 

 

পাখিদের স্মৃতি কিছু রীতিনীতি

ফণীমনসা ও জানে,

বাগানের স্মৃতি নজরুল গীতি

বালিকার কানে কানে। 

বিকেলের স্মৃতি গোপন পিরিতি

গোপনেই রাখা থাকে,

মানুষের স্মৃতি বহু বিস্মৃতি

শ্মশান বন্ধু টানে। 

 

ঘন মেঘে ঢাকা সুহাসিনী রাকা

তুমি কি গো সেই মানিনী,

অসাড় আষাঢ়ে অকুল পাথারে

স্মৃতির ও বিলাসে ভাসিনি,

ঘন মেঘে ঢাকা ..

 

কাঁটার মুকুটে ঈশ্বর প্রীতি 

নদীর দুকূলে নৌকোর স্মৃতি,

অ্যালবাম জুড়ে অচেনা মুখেরা 

তারাও তো ছিল কারুর স্মৃতিতে,

অসীম বন্ধুপ্রীতি,

ক্ষিদের স্মৃতিতে খুদের গন্ধ 

প্রাচীন অর্থনীতি। 

ঘন মেঘে ঢাকা সুহাসিনী রাকা

তুমি কি গো সেই মানিনী,

অসাড় আষাঢ়ে অকুল পাথারে

স্মৃতির ও বিলাসে ভাসিনি,

ঘন মেঘে ঢাকা ..

 

বৃষ্টির স্মৃতি যুদ্ধ বিরতি

ভিজে ওঠে অবরোধে,

রাস্তার স্মৃতি সারমেয় ভীতি 

জেগে থাকে অপরাধে। 

তোমার যাওয়ার পথ ভরেছে

স্মৃতিদের হাহা রবে,

বহু রাত একা জেগেছে প্রকৃতি

চোরের উপদ্রবে। 

 

ঘন মেঘে ঢাকা সুহাসিনী রাকা

তুমি কি গো সেই মানিনী,

ভিড়ে মিশে থাকা, স্মৃতিদের পাখা 

পরাজিত এক বাহিনী। 

তোমার যাওয়ার পথ ভরেছে

স্মৃতিদের হাহা রবে,

বহু রাত একা জেগেছে প্রকৃতি

চোরের উপদ্রবে। 

Pakhider Smriti Lyrics (পাখিদের স্মৃতি) lyrics in English
Not Available