আজকে সন্ধ্যায় রঙ্গিন গ্লাসে
ডুববে কারা টলবে হেঁসে
হুম আজকে সন্ধ্যায় রঙ্গিন গ্লাসে
ডুববে কারা টলবে হেঁসে
দেখবে কালি কালি আঁখে
মন বেয়াড়া মানছে না সে
বলছে ঝড়েই এ মন ভাসাবো
আমি সেই ঝড়েই দাঁড়ানো
ঠিক জেন শাহরুখ খান
দৌড়ে তুমি এলে কাজলে
আজ প্রেমে পড়া যাক
তুমি আজ ঝড়েই দাঁড়ানো
ঠিক জেন শাহরুখ খান
দৌড়ে কাছে এলে দিলওয়ালে
আজ প্রেমে পড়া যাক
টিমটিমে রাত সর্বনেশে
দেখছে তোমায় আয়না ঘেঁষে
মন বুঝি আজ ধরাই পড়লো
নিয়মকানুন যাক গে ভেসে
ভাগ করে নিক ভালবেসে
দেখা যাবে কে কি ভাবল
মেঘে মেঘে ভাব হয়েছে আজ
মিশছে তারা আকাশ থেকেই যা
যদি বৃষ্টির কাছে কেউ ডাক পাঠাতো
ঠোঁটে ঠোঁটে লজ্জা পেয়ে
আলগা দুজন আলতো ভয়ে
ভিজে হাওয়ায় মন টা ঢেকে
ফুটছে গোলাপ জ্বলছে বুকে
বলছে তবু এ দিল চাইছে মোর
তুমি আজ পাশেই দাঁড়ানো
ঠিক যেন শাহরুখ খান
দৌড়ে কাছে এলে কাজলে
আজ প্রেমে পড়া যাক
(আমি সেই পাশেই দাঁড়ানো
ঠিক জেন শাহরুখ খান
দৌড়ে তুমি এলে কাজলে
আজ প্রেমে পড়া যাক) - ২