Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Basanti Hey Bhubonomohini Lyrics (বাসন্তী হে ভুবনমোহিনী) Lyrics - Jayati Chakraborty

Collection Jayati Chakraborty

Basanti Hey Bhubonomohini Lyrics (বাসন্তী হে ভুবনমোহিনী) Lyrics

 LyricsForest   321


Basanti Hey Bhubonomohini Lyrics (বাসন্তী হে ভুবনমোহিনী) lyrics (Primary language)

বাসন্তী, হে ভুবনমোহিনী,

দিকপ্রান্তে, বনবনান্তে,

শ্যাম প্রান্তরে, আম্রছায়ে

সরোবরতীরে, নদীনীরে। 

নীল আকাশে, ময়লবাতাসে

নীল আকাশে, ময়লবাতাসে

ব্যাপিল অনন্ত তব মাধুরী,

বাসন্তী। 

 

নগরে গ্রামে কাননে, দিনে নিশীথে

নগরে গ্রামে কাননে, দিনে নিশীথে,

পিকসঙ্গীতে, নৃত্যগীতকলনে

পিকসঙ্গীতে, নৃত্যগীতকলনে,

বিশ্ব আনন্দিত, ভবনে ভবনে

বিশ্ব আনন্দিত, ভবনে ভবনে,

বীণাতান রণ-রণ ঝঙ্কৃত

বীণাতান রণ-রণ ঝঙ্কৃত।

মধুমদমোদিত হৃদয়ে হৃদয়ে রে

মধুমদমোদিত হৃদয়ে হৃদয়ে রে,

নবপ্রাণ উচ্ছ্বসিল আজি

নবপ্রাণ উচ্ছ্বসিল আজি,

বিচলিত চিত উচ্ছলি রে 

বিচলিত চিত উচ্ছলি উন্মাদনা

ঝন-ঝন ঝনিল মঞ্জীরে মঞ্জীরে,

বাসন্তী, হে ভুবনমোহিনী। 

Basanti Hey Bhubonomohini Lyrics (বাসন্তী হে ভুবনমোহিনী) lyrics in English