কাছে এসে, ভালোবেসে,
অভিমানে দোটানা।
তোর ঠোঁটে, জাদু হাসির
লুকোচুরি অবেলায়।
আগলে তোকে রাখছি ভীষণ,
অচিন সম্ভাবনায়।
আহ্লাদে তোরা, রাত কেটে ভোর,
একা মনের পাড়ায়।
সে আমার হলেও, আমার বলা বারণ।
সে অল্প হলেও, ভাল থাকার কারণ।
সে আমার হলেও, আমার বলা বারণ।
সে অল্প হলেও, ভাল থাকার কারণ।
ঠোঁটে হাসি, ভালোবাসি,
না বলা কথাগুলো আজ মুখ ফেরায়।
ঠোঁটে হাসি, ভালোবাসি,
না বলা কথাগুলো আজ মুখ ফেরায়।
অনুতাপে চুপিসারে
পিছু টানে আবদারে তোর হতে চায়।
তোর আসা যাওয়া আছে অনুভবে।
তোর হতে চাওয়া, আছে স্বভাবে।
হঠাৎ কোন ঝড়ে, তোকেই মনে পরে যায়,
অযথাই।
সে আমার হলেও, আমার বলা বারণ।
সে অল্প হলেও, ভাল থাকার কারণ।
সে আমার হলেও, আমার বলা বারণ।
সে অল্প হলেও, ভাল থাকার কারণ।