খেলবো হোলি তোমার সাথে এলো হোলির দিন
খেলবো হোলি তোমার সাথে এলো হোলির দিন
আকাশ বাতাস আবীর মেখে হয়েছে রঙিন,
এসো কৃষ্ণ রাধার মতো খেলি আজকে সারাদিন
ও এসো কৃষ্ণ রাধার মতো খেলি আজকে সারাদিন।
আগুন নিয়ে খেলা করাই যে মানুষের কাজ
মানায় না তো তাকে যে আর এই প্রেমেরই সাজ,
ও দুঃখ ভুলে এসো নাচি তাক ধিনা ধিন ধিন
খুশির রঙে বরণ করি বসন্তের এই দিন,
হে খেলবো হোলী তোমার সাথে এলো হোলীর দিন
আকাশ বাতাস আবীর মেখে হয়েছে রঙিন,
এসো কৃষ্ণ রাধার মতো খেলি আজকে সারাদিন
ও এসো কৃষ্ণ রাধার মতো খেলি আজকে সারাদিন।
আরে কোন ভরসায় বাসবো ভালো বলো না এখন
আমার মরণ আছে ছায়ার মত এই তো জীবন।
আরে কোন ভরসায় বাসবো ভালো বলো না এখন
আমার মরণ আছে ছায়ার মত এই তো জীবন,
ও সব ভুলে রঙের খেলায় অঙ্গ ভিজিয়ে
এসেছি তোমার কাছে ..
এত আশা ভালবাসা আমায় দিওনা
জেনে শুনে কাঁটার মুকুট মাথায় পরো না।
ও দুঃখ ভুলে এসো নাচি তাক ধিনা ধিন ধিন
খুশির রঙে বরণ করি বসন্তের এই দিন,
হে খেলবো হোলী তোমার সাথে এলো হোলীর দিন
আকাশ বাতাস আবীর মেখে হয়েছে রঙিন,
এসো কৃষ্ণ রাধার মতো খেলি আজকে সারাদিন
ও এসো কৃষ্ণ রাধার মতো খেলি আজকে সারাদিন।
আবীরেতে দাও রাঙিয়ে সোহাগী করে
আরে চাইনা আমি ফুলের জীবন মরুক জ্বলে পুড়ে।
হো আবীরেতে দাও রাঙিয়ে সোহাগী করে
ও চাইনা আমি ফুলের জীবন মরুক জ্বলে পুড়ে,
এলাম আমি মনের রঙে তোমায় রাঙাতে
এসোনা ধরা দিতে ..
দূরে দূরে থাকাই ভালো নইলে তোমার মন
সর্বনাশের নেশায় পাগল হবে যে এখন,
দুঃখ ভুলে এসো নাচি তাক ধিনা ধিন ধিন
খুশির রঙে বরণ করি বসন্তের এই দিন,
হে খেলবো হোলী তোমার সাথে এলো হোলীর দিন
আকাশ বাতাস আবীর মেখে হয়েছে রঙিন,
এসো কৃষ্ণ রাধার মতো খেলি আজকে সারাদিন
ও এসো কৃষ্ণ রাধার মতো খেলি আজকে সারাদিন।
আগুন নিয়ে খেলা করাই যে মানুষের কাজ
মানায় না তো তাকে যে আর এই প্রেমেরই সাজ।