কাছ থেকে দূরে, আমার মন জুড়ে
মাতাল কোনো সুরে প্রতিদিন,
রাত বাড়ে, ঘুম কাড়ে
স্বপ্নেরা চায় তোমায় অন্তহীন।
ঘুম ভাঙে চেনা ডাকে কার
মন কি কখনো, ঘরে থাকে আর,
চল যাবো তোকে নিয়ে দূর পাহাড়।
রাত বা দুপুরে শব্দ নূপুরে
পায়ে হেঁটে ঘুরে সেদিন,
শহরের কোলাহলে স্বপ্নেরা চেয়েছিলো
তোমায় অন্তহীন।
ঘুম ভাঙে চেনা ডাকে কার
মন কি কখনো, ঘরে থাকে আর,
চল যাবো তোকে নিয়ে দূর পাহাড়।
শুধু আমার আর কারো নয়
তুই শুধু আমার বলছে সময়। ..
কাছ থেকে দূরে, আমার মন জুড়ে
মাতাল কোনো সুরে প্রতিদিন,
রাত বাড়ে, ঘুম কাড়ে
স্বপ্নেরা চায় তোমায় অন্তহীন,
রাত বাড়ে, ঘুম কাড়ে
স্বপ্নেরা চায় তোমায় অন্তহীন।