আমায়, তুমি অবশ করে দাও
goodbye, বলার আগেই চলে যাও,
গায়ে লেগে থাকে, তোমার ঘ্রাণ
মাটির সুরে বাঁধি, তোমার গান।
তোমার খোলা চুলে, নুড়ি ঝড়
আমি খুঁজি তোমার ভেতর ঘর,
আমাকে যেতে দাও
তোমার চিন্তার সিঁড়ি বেয়ে,
মাথার ভেতরে
তোমার আলো গুলো জ্বলে নেভে।
আমার এ মনে ভাড়াটে রাখি না
বিছানা পাতা আছে কতকাল,
ক্লান্ত দুচোখে আমার আকুতি
তুমি কেবল করো না খেয়াল।
আমায় ছাদের ধারে, নিয়ে যাও
পায়ের নিচের জমি, কেড়ে নাও,
আমার গলার টোনে, চাপা রাগ
তোমার কলার বোন এ কিসের দাগ।
আমাকে যেতে দাও
তোমার চিন্তার সিঁড়ি বেয়ে,
মাথার ভেতরে
তোমার আলো গুলো জ্বলে নেভে।
আমার এ মনে ভাড়াটে রাখি না
বিছানা পাতা আছে কতকাল,
ক্লান্ত দুচোখে আমার আকুতি
তুমি কেবল করো না খেয়াল।