Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Baaynabilashi​ Lyrics (বায়নাবিলাসী) Lyrics - Sahana Bajpaie

Collection Sahana Bajpaie

Baaynabilashi​ Lyrics (বায়নাবিলাসী) Lyrics

    2271


Baaynabilashi​ Lyrics (বায়নাবিলাসী) lyrics (Primary language)

যেখানে প্রজাপতির রং এর ফোয়ারা  

যেখানে  সুজ্জিরা সাজিয়েছে পাড়া,

যেখানে মৌমাছি হলো মনবাতিক

বিলবে ভালোবাসা দান-খয়রাতই,

যেখানে দিন হলে হবে দিলখুশ

বিরহে ঝিলমিল ওড়াবে ফানুস,

আমাকে মেলা থেকে 

কিনে দেবে তো বাঁশি,

আমি তো রোজ রোজ 

বায়না বিলাসী,

আমাকে নাও, আমাকে নাও 

আমাকে নাও, আনমনা জাদুকর,

যেখানে যাও, যেখানে চাও 

আর বানাও আমার ঘর। 


আমি মেঘের পাহাড় বানাই

আমি নদীর উজান মাপি,

কাল হৃদয়ের হালখাতায় 

পাবো সোহাগের ঋণখেলাপি,

আমি গভীর জোছনা দেবো 

দেবো সহজ সরল তারা,

আমি ময়দানে মহারথী 

আর গৃহকোণে গোবেচারা। 


যেখানে জল ছুঁয়ে থাকে জল ফড়িং

যেখানে মন্ত্ররা ছট হিং টিং,

যেখানে কিং সাইজ কেতা মেরে আমি

সেয়ানা সখিকেই পাঠাবো সেলামি,

যেখানে খুব করে ডুব দেবে কথা

কলিত ফুটবেই কাটিয়ে জড়তা,

তোমাকে মেলা থেকে 

দেবো নিরালা বাঁশি, 

দুজনে জান দিয়ে হবো বানভাসি। 

আমি তো তাই, আমি তো তাই,

আমি তো তাই আনমনা জাদুকর,

যেখানে যাই, যেখানে চাই 

আর বানাই তোমার ঘর। 


আমাকে নাও, আমাকে নাও 

আমাকে নাও, আনমনা জাদুকর,

যেখানে যাও, যেখানে চাও 

আর বানাও আমার ঘর। 

Baaynabilashi​ Lyrics (বায়নাবিলাসী) lyrics in English

Jekhane projapoti ronger fowara

Jekhane sujjira sajiyeche para

Jekhane moumachi holo monbatik

Bilobe valobasha daan khoyrati

Jekhane din hole hobe dilkhus

Birohe jhilmil orabe fanush

Amake mela theke

Kine debe toh beto banshi

Ami toh roj roj Baynabilashi

Amake nao amake nao

Amake nao aanmona jadukor

Jekhane chao jekhane chao

Aar banao amar ghor