Collection Hemanta Mukherjee
Ei Raat Tomar Amar (এই রাত তোমার আমার) Lyrics
LyricsForest 397
Ei Raat Tomar Amar (এই রাত তোমার আমার) lyrics (Primary language)
এই রাত তোমার আমার,
ওই চাঁদ তোমার আমার,
শুধু দুজনের
এই রাত শুধু যে গানের,
এই ক্ষণ এ দুটি প্রাণের,
কুহু কূজনের।
এই রাত তোমার আমার।
তুমি আছো আমি আছি তাই,
অনুভবে তোমারে যে পাই।
শুধু দুজনের
এই রাত তোমার আমার,
ওই চাঁদ তোমার আমার,
শুধু দুজনের।
Ei Raat Tomar Amar (এই রাত তোমার আমার) lyrics in English