নিরব কোনো অনুভুতিতে
কল্পনায় গা ভাসিয়ে,
স্বর্গের রঙে মিলিয়ে
রাঙাতে পারো তুমি তোমার রঙ।
অচেতনে চেনা মগ্নতায়
জাগাবে বলো কে আমায়?
মিশে যাবো আমি সে মায়ায়
রাঙিয়ে হারাবো ছায়ার রঙে।
আমি নিঃশব্দ সে নিরব শব্দে,
তবু সেই সুর, যা ছিলো আমার ছন্দে
হারানো আকাশ।
আঁধার মিলিয়ে যাবে রোদের তরে,
জোৎস্না ভাসবে আজ,
আলোর সুরে মেলানো আভাস।
নিভিয়ে সে মুগ্ধতার আবেশ
নিরাকার তরে সুর মেলাবো,
হারাবো আমি সে আঁধারে
আকড়ে নিরব অনুভূতি।
স্পর্শের ছোঁয়া মিশিয়ে
নিজেকে সে রঙে মেশাবো,
অভিসারী হয়ে আপন মনে
চাইবোনা কোনো অনুমতি।
আমি নিঃশব্দ সে নিরব শব্দে,
তবু সেই সুর, যা ছিলো আমার ছন্দে
হারানো আকাশ।
আঁধার মিলিয়ে যাবে রোদের তরে,
জোৎস্না ভাসবে আজ,
আলোর সুরে মেলানো আভাস।