কে জানে কে জানে
কে জানে শ্যাম ছিলো নিলাজ
না লজ্জাহীনা রাধা
লজ্জাহীনা রাধা কে জানে
কে জানে শ্যাম ছিলো নিলাজ
না লজ্জাহীনা রাধা
(বুঝতে আমি পারিনা) - ২
সেই পরকীয়া প্রেমের ধাঁধা
কে জানে শ্যাম ছিলো নিলাজ
না লজ্জাহীনা রাধা
বুঝিনা গাগরী নয় ভাসল যমুনায়
(গাগরী নয় ভাসলো যমুনায়
কালা কেন আসলো পায়ে পায়) - ২
কি জানি কি জানি
বংশীধারীর অন্য পথে থাকতে কোথায় বাধা
কে জানে কে জানে শ্যাম ছিলো নিলাজ
না লজ্জাহীনা রাধা লজ্জাহীনা রাধা
কে জানে শ্যাম ছিলো নিলাজ
না লজ্জাহীনা রাধা
তবে কি নূপুর বাঁশি
দুজনেরই ছিল না কোনো কিছু
লাজের বালাই
(হয় তো হবে গো তাই) - ২
তবে কি নূপুর বাঁশি
দুজনেরই ছিল না কোনো কিছু
লাজের বালাই
(হয় তো হবে গো তাই) - ২
তাই কি বাঁশী যখন বাজত মধুবনে
(বাঁশী যখন বাজতো মধুবনে
রাধা তখন সাজত সে ডাক শুনে) - ২
(কি এমন ক্ষতি হত) - ২
কি এমন ক্ষতি হত থাকত যদি
শূন্য দোলনা বাঁধা
কে জানে কে জানে শ্যাম ছিলো নিলাজ
না লজ্জাহীনা রাধা
(বুঝতে আমি পারিনা) - ২
সেই পরকীয়া প্রেমের ধাঁধা
কে জানে শ্যাম ছিলো নিলাজ
না লজ্জাহীনা রাধা
লজ্জাহীনা রাধা কে জানে
কে জানে শ্যাম ছিলো নিলাজ
না লজ্জাহীনা রাধা