(তুমি আমার সোনা সোনা সোনা গো
নানা না বাবা না নানা না বাবা না
নানা না
তুমি আমার রুপা রুপা রুপা গো
নানা না বাবা না নানা না বাবা না
নানা না
তাই যদি হয় তবে সোনা
তুমি আছ আমি আছি
ভালোবাসি ভালোবাসি) - ২
এত ভালবাসা জানি না কি করে
বলব আমি যে আর
তুমি না নিলে গো সয় না এ প্রাণে
প্রেমেরই এত টা ভার
কখনো জীবনে আসেনি তো আগে
এ গানে প্রেমেরই সুর
ছিল যত দ্বিধা ছিল যত বাধা
নিমেষে হল যে দূর
তুমি আমার হিরে হিরে হিরে গো
নানা না বাবা না নানা না বাবা না
নানা না
তুমি আমার মতি মতি মতি গো
নানা না বাবা না নানা না বাবা না
নানা না
তাই যদি হয় তবে সোনা
তুমি আছ আমি আছি
ভালোবাসি ভালোবাসি
তুমি আমার সোনা সোনা সোনা গো
নানা না বাবা না নানা না বাবা না
নানা না
বুঝিনি তো আগে এত অনুরাগে
ভরাবে আমাকে কেউ
নদী বহুদূরে তবুও কি করে
এখানে পাবো যে ঢেউ
যত কাঁটা ছিল সকলি হারালো
হল যে ফুলেরই বন
আমি ভালোবাসি তুমি ভালোবাসো
বদল করো না মন
তুমি আমার চুনি চুনি চুনি গো
নানা না বাবা না নানা না বাবা না
নানা না
তুমি আমার পান্না পান্না পান্না গো
নানা না বাবা না নানা না বাবা না
নানা না
তাই যদি হয় তবে সোনা
তুমি আছ আমি আছি
ভালোবাসি ভালোবাসি
তুমি আমার সোনা সোনা সোনা গো
হ্যাঁ-হ্যাঁ হ্যাঁ বাবা হ্যাঁ হ্যাঁ-হ্যাঁ হ্যাঁ বাবা হ্যাঁ
হ্যাঁ-হ্যাঁ হ্যাঁ
তুমি আমার রুপা রুপা রুপা গো
হ্যাঁ-হ্যাঁ হ্যাঁ বাবা হ্যাঁ হ্যাঁ-হ্যাঁ হ্যাঁ বাবা হ্যাঁ
হ্যাঁ-হ্যাঁ হ্যাঁ
তাই যদি হয় তবে সোনা
তুমি আছ আমি আছি
ভালোবাসি ভালোবাসি