Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Amar Hoye Thakna (আমার হয়ে থাকনা) Lyrics - Porshi, Avraal Sahir

Collection Porshi, Avraal Sahir

Amar Hoye Thakna (আমার হয়ে থাকনা) Lyrics

 LyricsForest   558


Amar Hoye Thakna (আমার হয়ে থাকনা) lyrics (Primary language)

কি যে আদুরে লাগে 

তোর চেহারাটা মিষ্টি রাগে। 

না না দেবোনা অল্প টুকু তোকে ভাগি। 

 

আড়ালে হোক আর যেভাবেই হোক না 

করবো তোর মনের দেখাশুনা। 

 

আমার চোখে তাকিয়ে স্বপ্ন গুলো দেখ না, 

স্বপ্ন গুলো দেখ না, স্বপ্ন গুলো দেখ না। 

ভালোবেসে আজ থেকে আমার হয়ে থাক না,

আমার হয়ে থাক না, আমার হয়ে থাক না। 

 

তোর আকাশে সাতরঙা, রংধনু হবো 

আদরের তুলিতে তোকে আঁকবো। 

এক পলক না ফেলে শুধু চেয়ে রবো 

মনের কথা গুলো কবিতায় শোনাবো। 

 

আড়ালে হোক আর যেভাবেই হোক না 

করবো তোর মনের দেখাশুনা। 

 

আমার চোখে তাকিয়ে স্বপ্ন গুলো দেখ না, 

স্বপ্ন গুলো দেখ না, স্বপ্ন গুলো দেখ না। 

ভালোবেসে আজ থেকে আমার হয়ে থাক না,

আমার হয়ে থাক না, আমার হয়ে থাক না। 

অজানা বৃষ্টি এসে ভেজালো পুরো শহর 

আমি রোজ ভিজে যাই তোর প্রেমে অগোচর। 

কবে থেকে মনে মনে চলছে স্বপ্ন বোনা 

ভালোবাসার দিন গুলো যায়না তো গোনা। 

 

আড়ালে হোক আর যেভাবেই হোক না 

করবো তোর মনের দেখাশুনা। 

 

আমার চোখে তাকিয়ে স্বপ্ন গুলো দেখনা, 

স্বপ্ন গুলো দেখনা, স্বপ্ন গুলো দেখনা। 

ভালোবেসে আজ থেকে আমার হয়ে থাকনা,

আমার হয়ে থাকনা, আমার হয়ে থাকনা। 

Amar Hoye Thakna (আমার হয়ে থাকনা) lyrics in English