Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Jago Mohan Pritam (জাগো মোহন প্রীতম) Lyrics - Anup Jalota

Collection Anup Jalota

Jago Mohan Pritam (জাগো মোহন প্রীতম) Lyrics

 LyricsForest   780


Jago Mohan Pritam (জাগো মোহন প্রীতম) lyrics (Primary language)

জাগো ....

অলস শয়ন ছাড়ো

সঙ্কোচ সংঘার,

নবারুণ রঙে রাঙো

প্রভাত আলোর ডমরু,

যে বাজে এ..

 

জাগ রে জাগ রে জাগ, জাগ নবমন্ত্রে

প্রভাত সূর্যের গম্ভীর মন্দ্রে,

জাগ রে, জাগ রে, জাগ রে

জাগ রে, জাগ রে, জাগ জাগ। 

 

জাগো মোহন প্রীতম জাগো 

জাগো মোহন প্রীতম জাগো,

রজনী পোহায় গেল

নয়ন কমল মেলো,

জাগো মোহন প্রীতম। 

 

জাগ রে জাগ রে জাগ, জাগ নবমন্ত্রে

প্রভাত সূর্যের গম্ভীর মন্দ্রে,

জাগ রে, জাগ রে, জাগ রে

জাগ রে, জাগ রে, জাগ জাগ। 

 

তিমির বিদার পরে

এসো হে জ্যোতির্ময়,

দূর কর মূর গ্লানি

করো দুর সংশয়। 

আ.. আ..

তিমির বিদার পরে

এসো হে জ্যোতির্ময়,

দূর কর মূর গ্লানি

করো দুর সংশয়।

অমানিশা ভ্রান্তি, কর সংক্রান্তি 

জাগো মোহন প্রীতম জাগো,

রজনী পোহায় গেল

নয়ন কমল মেলো,

জাগো মোহন প্রীতম। 

 

আকাশে-বাতাসে শোনো

মুক্তির বন্ধন,

কিসেরি দ্বিধায় আজি

কিসেরি এ ক্রন্দন। 

আ.. আ..

আকাশে-বাতাসে শোনো

মুক্তির বন্ধন,

কিসেরি দ্বিধায় আজি

কিসেরি এ ক্রন্দন। 

 

দুঃখ বিমোচন

জাগো ভয় ভঞ্জন,

জাগো মোহন প্রীতম জাগো,

রজনী পোহায় গেল

নয়ন কমল মেলো,

জাগো মোহন প্রীতম। 

 

করুণাধারায় এসো

করুণারো কান্তি,

পিপাসিত চিত্তেরও

তৃষ্ণারও শান্তি। 

করুণাধারায় এসো

করুণারো কান্তি,

পিপাসিত চিত্তেরও

তৃষ্ণারও শান্তি। 

 

কাঁপিত হৃদয়েরও

সংতাপ ভঞ্জন,

জাগো মোহন প্রীতম জাগো

রজনী পোহায় গেল,

নয়ন কমল মেলো

জাগো মহনো প্রীতম। 

 

Jago Mohan Pritam (জাগো মোহন প্রীতম) lyrics in English