কখনও তুমিও নিজের মত সাজো
আমিও যেমন এসেছি তোমার দলে
রাজপথ কোনও মিথ্যে বলেনি আজও
ঘুম নেমে আসে পাখিদের বন্দরে
(তুমিতো ঘুমের বদলে চেয়েছো পাখি
রঙচটা তার পালকের ভাষা শিখে
তবে কেন এই অহেতুক ডাকাডাকি
আকাশ যেভাবে মিশেছে জনান্তিকে) - ২
কখনও তুমিও নিজের মত সাজো
আমিও যেমন এসেছি তোমার দলে
রাজপথ কোনও মিথ্যে বলেনি আজও
ঘুম নেমে আসে পাখিদের বন্দরে
(ঠিক সেভাবেই চিঠি লেখা হবে দেখো
ডাকপিওনের ঝুলিতে জমানো ক্ষত
তুমি আজ তাকে আলগোছে ধরে রেখো
শহর তোমাকে ছুঁয়েছে আমার মত) - ২
কখনও তুমিও নিজের মত সাজো
আমিও যেমন এসেছি তোমার দলে
রাজপথ কোনও মিথ্যে বলেনি আজও
(ঘুম নেমে আসে পাখিদের বন্দরে) - ৩