Galti Lyrics
Vishal Mishra, Kaushal Kishore
Beiman 2 (বেঈমান ২) Lyrics
LyricsForest 480
আমার মনে তোর জন্য কোন জায়গা নাই,
বেইমান-রে কি মন থেকে ভালোবাসা যায়?
আমার মনে তোর জন্য কোন জায়গা নাই,
বেইমান-রে কি মন থেকে ভালোবাসা যায়?
তোরে ভুলে এখন আমি দিব্বি ভালো আছি,
নিশি হইলে জোনাক জ্বলে আমার কাছাকাছি।
তোরে ভুলে এখন আমি দিব্বি ভালো আছি,
নিশি হইলে জোনাক জ্বলে আমার কাছাকাছি।
হাসতে জানি, বাঁচতে জানি তোরে ছাড়াই।
আমার মনে তোর জন্য কোন জায়গা নাই,
বেইমান-রে কি মন থেকে ভালোবাসা যায়?
আমার মনে তোর জন্য কোন জায়গা নাই,
বেইমান-রে কি মন থেকে ভালোবাসা যায়?
তোর সাথে বাঁধতে চাইলাম আত্মার বন্ধন,
সেই তুই আমায় ভুলার জন্য করলি আয়োজন।
তখন আমি মুখ বুজে সব মেনে নিয়েছি,
কত বোকা ছিলাম এখন বুঝতে পেরেছি।
তোর সাথে বাঁধতে চাইলাম আত্মার বন্ধন,
সেই তুই আমায় ভুলার জন্য করলি আয়োজন।
তখন আমি মুখ বুজে সব মেনে নিয়েছি,
কত বোকা ছিলাম এখন বুঝতে পেরেছি।
হাসতে জানি, বাঁচতে জানি তোরে ছাড়াই।
আমার মনে তোর জন্য কোন জায়গা নাই,
বেইমান-রে কি মন থেকে ভালোবাসা যায়?
আমার মনে তোর জন্য কোন জায়গা নাই,
বেইমান-রে কি মন থেকে ভালোবাসা যায়?
তোর খুশির কারণ নাকি এখন অন্যজন,
সে নাকি ভালই রাখে তোরে ভীষণ।
বদলে যাইনি আজও আছি আগেরই মতন,
একলা একা ঝাপসা এই জীবনযাপন।
তোর খুশির কারণ নাকি এখন অন্যজন,
সে নাকি ভালই রাখে তোরে ভীষণ।
বদলাইনি আজও আছি আগেরই মতন,
একলা একা ঝাপসা এই জীবনযাপন।
হাসতে জানি, বাঁচতে জানি তোরে ছাড়াই।
আমার মনে তোর জন্য কোন জায়গা নাই,
বেইমান-রে কি মন থেকে ভালোবাসা যায়?
আমার মনে তোর জন্য কোন জায়গা নাই,
বেইমান-রে কি মন থেকে ভালোবাসা যায়?
Video isn't started? Click me to watch on youtube.
Newly Arrived