আমি একা চিনি তিমির সরণী
নাহি আজ বারি ধারা,
অশ্রুর নদী, তারে পার করি
এ পথে চলিছে কারা।
আমি একা চিনি তিমির সরণী
নাহি আজ বারি ধারা,
অশ্রুর নদী, তারে পার করি
এ পথে চলিছে কারা,
আমি একা চিনি তিমির সরণী।
এ দুঃখ সাগর পার হবে মোর
অখিল নিখিল ভারে,
এ দুঃখ সাগর পার হবে মোর
অখিল নিখিল ভারে,
হে দীননাথ চাহিয়া দেখেছি
মরণ এসেছে দ্বারে।
আমি একা চিনি তিমির সরণী
নাহি আজ বারি ধারা,
অশ্রুর নদী, তারে পার করি
এ পথে চলিছে কারা।
নিয়ে চলো মোরে যে আছে ওপারে
কেমনে চিনিব তারে,
নিয়ে চলো মোরে যে আছে ওপারে
কেমনে চিনিব তারে,
তৃষিত প্রাণের ত্রাসের নিয়তী
কেন ডাকে বারে বারে।