পৃথিবীর ইতিহাস, দেবতার ইতিহাস,
রাজাদের ইতিহাস গো,
পৃথিবীর ইতিহাস, যুদ্ধের ইতিহাস,
শোষণের ইতিহাস গো।
রাজা থাকে সিংহাসনে বসে
সাধারণ মানুষ আঙুল চোষে,
রাজা থাকে সিংহাসনে বসে
সাধারণ মানুষ আঙুল চোষে,
অন্যায় দেখলে তুমি চোখ ঢেকে রাখো রে
প্রতিবাদ করলে তুমি জেলের ভেতর থাকো।
বিচার তো কোনও দিনই হবে না, হবে না
বিচার তো কোনও দিনই হবে না,
বিচার তো কোনও দিনই হবে না, হবে না
জাস্টিস বলে কিছু পাবে না।
পৃথিবীর ইতিহাস, পুরুষের ইতিহাস,
মালিকের ইতিহাস গো,
মালিক যা পারে তা তুমি তা পারবে না
এ কথা মেনে নাও গো।
আমি কোনও পন্থী হতে চাই না
দেখি আমি democracy-র আয়না,
আমি কোনও পন্থী হতে চাই না
দেখি আমি democracy-র আয়না,
মাওবাদী বলছো যাকে সে তো
মাও-কে চেনেই না,
রাষ্ট্রের গুলি খেয়ে বাঁচবে সে তো প্রাণে না।
বিচার তো কোনও দিনই হবে না, হবে না
বিচার তো কোনও দিনই হবে না,
বিচার তো কোনও দিনই হবে না, হবে না
জাস্টিস বলে কিছু পাবে না।
এলো বান এলো রে, গেল সব গেল রে
এবার কি হবে মানুষের?
ভগবান ভগবান ডাকে সব পালোয়ান
ভগবান কোথায় গেল রে?
রাষ্ট্র পার্টি কাউকে খুঁজে পাবে না
কৃষ্ণ বলে সঙ্গে কেউ-ই যাবে না,
রাষ্ট্র পার্টি কাউকে খুঁজে পাবে না
কৃষ্ণ বলে সঙ্গে কেউ-ই যাবে না,
রাজারা সব রকেট চেপে অন্য গ্রহে পালাবে
তুমি ফ্যালফ্যাল করে তাকাবে।
বিচার তো কোনও দিনই হবে না, হবে না
বিচার তো কোনও দিনই হবে না,
বিচার তো কোনও দিনই হবে না, হবে না
জাস্টিস বলে কিছু পাবে না।