Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Bhalo Thakuk Lyrics (ভালো থাকুক) Lyrics - Rupankar Bagchi

Collection Rupankar Bagchi

Bhalo Thakuk Lyrics (ভালো থাকুক) Lyrics

 Lyrics Forest   705


Bhalo Thakuk Lyrics (ভালো থাকুক) lyrics (Primary language)

ভালো থাকুক নিয়ন আলোয়

ভিজে যাওয়া রাস্তাটা,

ভালো থাকুক নিয়ন আলোয়

ভিজে যাওয়া রাস্তাটা,

ভালো থাকুক তোমার আমার

খুব পুরোনো আস্থাটা,

ভালো থাকুক নিয়ন আলোয়

ভিজে যাওয়া রাস্তাটা। 


ভালো থাকুক এই শহরের 

আকাশছোঁয়া দালান,

ভালো থাকুক তোমার ছাদের

চাঁদ চুয়ানো ঢালান। 


ভালো থাকুক মধ্যরাতের

রাতপ্রহরী চাঁদ,

ভালো থাকুক মাঝ নদীতে

তোমার বালির বাঁধ। 


ভালো থাকুক রাতবিরেতে

স্বপ্নপোড়া মন,

ভালো থাকুক নিভে যাওয়া

হিসেবি লণ্ঠন,

ভালো থাকুক রাতবিরেতে

স্বপ্নপোড়া মন। 


ভালো থাকুক চুপসে যাওয়া

সকল প্রতিরোধ,

ভালো থাকুক উদয় হওয়া

শুভ জীবনবোধ। 


ভালো থাকুক, ভালো থাকুক

ভালো থাকুক সব,

ভালো থাকুক এই জগতের

তাবৎ অসম্ভব,

ভালো থাকুক, ভালো থাকুক

ভালো থাকুক সব। 

Bhalo Thakuk Lyrics (ভালো থাকুক) lyrics in English

Bhalo thakuk niyon aaloy

Vije jaowa rasta ta

Bhalo thakuk tomar amar

Khub purono astha ta


Valo thakuk ei shohorer

Akashchowa dalan

Valo thakuk tomar chaader

Chand chuyano dhalan


Bhalo thakuk moddhoraater

Raatprohori chand

Bhalo thakuk majh nodite

Tomar baalir bandh


Valo thakuk raatbirete

Shopno pora mon

Valo thakuk nibhe jaowa

Hisebi lonthon


Bhalo thakuk chupse jaowa

Sokol protirodh

Bhalo thakuk uday howa

Shubho jibonbodh