Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Shohage Adore Lyrics (সোহাগে আদরে) Lyrics - Anupam Roy

Collection Anupam Roy

Shohage Adore Lyrics (সোহাগে আদরে) Lyrics

 Pabitra Bera   1145


Shohage Adore Lyrics (সোহাগে আদরে) lyrics (Primary language)

সোহাগে আদরে বাঁধা পড়ে আমি 

ভালোবেসে যাই,

স্মৃতির সাগরে ডুবে গিয়ে আমি 

ভালোবেসে যাই। 


ভ্রমণের শেষে 

ফিরে এসো তুমি আগের মতো,

কেউ বসে আছে তোমার অপেক্ষায়। 


আধখানা ভোরে আলোরেখা হয়ে 

ভালোবেসে যাই।।


কোলাহলে মাথা তুলে হাঁটি 

কানে লেগে থাকে তোমার গলার স্বর,

মলায়েম রুমাল রোদে পরিপাটি 

আমার প্রেমে লুকিয়ে ঈশ্বর। 


তোমার জানলায়

কেউ তারা গোনে তোমার অপেক্ষায়,

শিশিরের রাতে 

ঢাকা টেনে দিয়ে ভালোবেসে যাই।।

হাওয়া তাকে এনে দিলো ডালপালা

আবছা হয়ে আসছে অহংকার,

ভালো লাগে পুতুল পুতুল এই খেলা

এর নাম কেউ রেখেছে সংসার,

তাই বারান্দায়, 

কেউ পথ চেয়ে তোমার অপেক্ষায়।


সোহাগে আদরে বাঁধা পড়ে আমি 

ভালোবেসে যাই,

স্মৃতির সাগরে ডুবে গিয়ে আমি 

ভালোবেসে যাই। 


ভ্রমণের শেষে 

ফিরে এসো তুমি আগের মতো,

কেউ বসে আছে তোমার অপেক্ষায়। 


আধখানা ভোরে আলোরেখা হয়ে 

ভালোবেসে যাই।।

Shohage Adore Lyrics (সোহাগে আদরে) lyrics in English

Sohage adore bandha pore ami

Valobeshe jai

Smritir sagore dube giye ami

Bhalobeshe jai

Bhromoner seshe

Phire esho tumi ager moto

Keu boshe ache tomar opekkhay

Adhkhana bhore aalorekha hoye

Valobeshe jai

Kolahole matha tule hanti

Kane lege thake tomar golar swar

Molayem rumal rode poripati

Amar preme lukiye ishwar

Tomar janlay

Keu tara goney tomar opekkhay

Shishirer raate

Dhaka tene diye valobeshe jai