তুই ছাড়া, বেসাহারা, এ মন ফেরারি
ঘনালে রাত, জানিনা হাত
কেমন করে ছাড়ি।
তুই ছাড়া, দিশাহারা, এ মন আনাড়ি,
তোরই নেশায়, মাতোয়ারা
খুঁজে হদিশ তোরই।
বলে দে, আদরে ইশারায়
আয় না কাছে আয়,
মনেরই কিনারায়।
বলে দে, যেটুকু বলা যায়
ঠোঁটেরই ছোঁয়ায়,
রোদেলা ডানায়।।
চোখেরই বাঁধনে তুই
বাঁধলি আমায় বারোমাস,
অজানা কারণে তুই
বদলে দিলি চারিপাশ।
ও.. জানিনা কী করে তুই
বাহানা এমন সাজাস,
কেন যে চাইছি শুধু
কখনো চলে না যাস।
বলে দে, আদরে ঈশারায়
আয় না কাছে আয়,
মনেরই কিনারায়।
বলে দে, যেটুকু বলা যায়
ঠোঁটেরই ছোঁয়ায়,
রোদেলা ডানায়।।
তুই ছাড়া, বেসাহারা, এ মন ফেরারি
ঘনালে রাত, জানিনা হাত
কেমন করে ছাড়ি।
তুই ছাড়া, দিশাহারা, এ মন আনাড়ি,
তোরই নেশায়, মাতোয়ারা
খুঁজে হদিশ তোরই।
বলে দে, আদরে ইশারায়
আয় না কাছে আয়,
মনেরই কিনারায়।
বলে দে, যেটুকু বলা যায়
ঠোঁটেরই ছোঁয়ায়,
রোদেলা ডানায়।।