Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Miliye Nio Lyrics (মিলিয়ে নিও) Lyrics - Nachiketa Chakraborty | Farzana Sifat

Collection Nachiketa Chakraborty | Farzana Sifat

Miliye Nio Lyrics (মিলিয়ে নিও) Lyrics

 Pabitra Bera   656


Miliye Nio Lyrics (মিলিয়ে নিও) lyrics (Primary language)

মিলিয়ে নিও সব মুছে যায়

হোক সে মেঘ বা তারা,

থাকে কেবল ভুল দেরাজে

পুরনো চিঠির পাতারা। 


মিলিয়ে নিও সব মুছে যায়

হোক সে মেঘ বা তারা।। 


মুছে যেতে পারে জলছবি

হারানো সুরের বান্ধবী,

যেমন হারায় তার গান একা

এস্রাজে। 


মুছে যেতে পারে সব কথা

দু’হাতে সাজানো স্তব্ধতা,

যেমন হঠাৎ তার মন খারাপ

হয়ে বাজে। 


থাকে কেবল নীল সময়ে

বর্ষাবিহীন ছাতারা,

মিলিয়ে নিও সব। 

মুছে যেতে পারে দিনগুলো

মুঠোতে অতীত রংধুলো,

যেমন পালায় সন্ধ্যের পরাগ

এক ছুটে। 


মুছে যেতে পারে রাত ভোরও

স্বাধীনতাহীন অক্ষরও

যেমন স্নানের জল চায়

কাজলকে ধুতে। 


থাকে কেবল কোন ধূসরে

কবিতা লেখার খাতারা ..


মিলিয়ে নিও সব মুছে যায়

হোক সে মেঘ বা তারা,

থাকে কেবল ভুল দেরাজে

পুরনো চিঠির পাতারা। 

মিলিয়ে নিও সব।।

Miliye Nio Lyrics (মিলিয়ে নিও) lyrics in English

Miliye Niyo Sob Muche Jay

Hokh se megh ba tara

Thake kebol bhul deraje

Purono cithir patara

Muche jete pare jolchobi

Harano surer bandhobi

Jemon haray tar gaan eka

Esraje

Muche jete pare sob kotha

Du haate sajano stobdhota

Jemon hotath tar mon kharap

Hoye baaje

Thake kebol neel somoye

Borshabihin chatara